POSTED ON November 07, 2022 by Arup Ratan Paul
Wireless Charging ব্যবস্থার একটি Standard হচ্ছে QI Wireless Charging. বর্তমানে বিশ্বের প্রধান ফোন ম্যানুফেকচারাররা wireless charging standard হিসেবে এটিকেই গ্রহণ করে নিয়েছে।
*Wireless Charging এর inner working টা জটিল হলেও এর বেসিক কনসেপ্ট সহজ
*Wirelessly চার্জ করার জন্য প্রথমেই আপনাকে induction coils নামের দুইটি উপাদান লাগবে
*এই coil গুলো হচ্ছে loops of copper wire যা wireless charging stations এবং উপযুক্ত ফোনের কথা চিন্তা করে বানানো হয়
*যখন উপযুক্ত ফোনটি charging station এ বসানো হয় coils দুইটি ভিন্ন উপাদান transformer হিসেবে কাজ করা শুরু করে দেয়
*তার মানে charging station এ যখন electromagnetic field চালু করা হয় তখন electrical current তৈরি হয় ডিভাইসের coil এ এবং charging শুরু হয়

No Comments
Leave a comment