Cart (0)
Sub Total: Tk 0
সমুদ্রযাত্রায় নির্ভরযোগ্য সঙ্গী – স্টারলিংক কিট POSTED ON September 01, 2025 by Arup Ratan Paul

সমুদ্রযাত্রায় নির্ভরযোগ্য সঙ্গী – স্টারলিংক কিট

গভীর সমুদ্রের এক জাহাজে ভেসে চলছেন জনাব মিজানুর রহমান। চারপাশে শুধু জলরাশি—নেই কোনো মোবাইল নেটওয়ার্ক, নেই পরিচিত যোগাযোগ মাধ্যম। অথচ এই দূরত্বেও তিনি এখন সহজেই প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন, ভিডিও কলে হাসিমুখ দেখতে পারেন, এমনকি কাজের প্রয়োজনে প্রয়োজনীয় অনলাইন রিসোর্সও ব্যবহার করতে পারেন। কিভাবে সম্ভব হলো এই অদ্ভুত সংযোগ? এর উত্তর—স্টারলিংক কিট।

রায়ান্স টিমের সঙ্গে আলাপে ফিশিং সেক্টরে দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞ এই নাবিক, বর্তমানে এমভি ডিজনী জাহাজের চিফ অফিসার, জানালেন তার বাস্তব অভিজ্ঞতা। আগে যেখানে যোগাযোগের একমাত্র ভরসা ছিল এসএসবি বা ওয়াকিটকি, সেখানে স্টারলিংক কিট এনে দিয়েছে এক নতুন যুগের দরজা। 

 

 

সমুদ্রের মাঝেও সংযুক্ত থাকার শক্তি

২০০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে কাজ করছেন তিনি। জাহাজে আছেন প্রায় ৫০ জন ক্রু মেম্বার, আর সকলে মিলে ব্যবহার করছেন স্টারলিংকের ইন্টারনেট। প্যাকেজ সীমাবদ্ধতায় ব্যবহার কিছুটা সীমিত রাখতে হয়, তবে পরিবার-পরিজনের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগের সুবিধা বাকি সবকিছুকে গৌণ করে। জানা যায়, বর্তমানে জাহাজে তারা ৫টি ডিভাইস যুক্ত চালাচ্ছেন—মোবাইল বেশি ব্যবহার করা হলেও ল্যাপটপে ব্যবহার কিছুটা কম।

 

গ্রাহকের অনুভূতি

জনাব মিজানুর রহমান বললেন—“সার্ভিস অসাধারণ। আগের মতো সমস্যা নেই, পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে।”

 

 

কেন স্টারলিংক কিট?

✔️ গভীর সমুদ্রেও নির্ভরযোগ্য ইন্টারনেট

✔️ একাধিক ডিভাইসে সহজ সংযোগ

✔️ সহজ ইনস্টলেশন ও টেকসই সার্ভিস

✔️ সমুদ্রযাত্রী, গবেষক ও দূরবর্তী স্থানে কাজ করা সবার জন্য আদর্শ সমাধান

 

🌐 সমুদ্রের মাঝেও এখন আপনার প্রিয়জন শুধু এক কল দূরে।স্টারলিংক কিট – যেখানেই যান, সংযোগ থাকবে আপনার সাথে।

 

Share This!
Comments

No Comments

Leave a comment
WhatsApp